হামলার পর দৌড়ে বাড়িতে আশ্রয় নিল কিশোর, সেখানেই কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের বন্দরে মো. সোহান (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার রাতে উপজেলার রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহান বন্দর উপজেলার সালেহনগর এলাকার সালাম মোল্লার ছেলে। পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে সোহান বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকা দিয়ে বাড়ি ফিরছিল। পথে রূপালী আবাসিক এলাকার গেটের সামনে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। এ সময় সোহান দৌড়ে স্থানীয় মো. মোস্তফার বাড়িতে আশ্রয় নেয়। সন্ত্রাসীরা ওই বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় লোকজন সোহানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
সোহানের বাবা সালাম মোল্লা সাংবাদিকদের জানান, পূর্ববিরোধকে কেন্দ্র করে তাঁর ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে চেষ্টা চলছে। থানায় মামলা করার প্রস্তুতি চলছে।