শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৪
গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হলো। তাঁরা কারখানায় রঙের কাজ করতেন।
মারা যাওয়া যুবকের নাম আবদুল রনি (৩০)। তিনি গাইবান্ধা সদর উপজেলার মধ্যজিয়া গ্রামের আবদুল গফুরের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর খবর পেয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস লিমিটেড নামের বোতাম তৈরির কারখানাটি মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান। ২২ ডিসেম্বর বেলা দেড়টার দিকে কারখানাটির গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় বিকেল চারটায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর উদ্ধার অভিযান চালানো হয়।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়। তাঁরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের আবদুর রউফ সরকারের ছেলে মো. সোহাগ সরকার (৩২), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মো. রফিক মাতব্বরের ছেলে শাওন (২২) ও লালমনিরহাট সদর উপজেলার তালুকহারাটি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. মজমুল হক (২১)।