নারীর অশ্লীল ভিডিও করে ছড়ানোর ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ২
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক নারীর অশ্লীল ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ভুক্তভোগী নারী চাটখিল থানায় এ দুজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মোতাহের হোসেন ওরফে স্বপন (৩৮) ও মিজানুর রহমান ওরফে টিপু (২৯)। আজ সকালে তাঁদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে নারী অভিযোগ করেন, ৮ আগস্ট দুই আসামি কৌশলে তাঁর রান্নাঘরে থাকা দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। প্রতিদিনের মতো সন্তানদের সঙ্গে রাতের খাবার খেয়ে দুধ পান করে ঘুমিয়ে পড়েন তিনি। রাত দেড়টার দিকে মোতাহের ও মিজানুর তাঁদের ঘরে ঢোকেন। তাঁর আপত্তিকর ভিডিও ধারণের চেষ্টা করলে তিনি চিৎকার করলে দুজন পালিয়ে যায়।
নারীর অভিযোগ, এ ঘটনার পর অভিযুক্ত মিজানুর রহমান মুঠোফোনে ধারণ করা অশ্লীল ভিডিও ও ছবি তাঁকে পাঠিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই সঙ্গে চাঁদা না দিলে এসব ছবি ও ভিডিও প্রবাসে থাকা তাঁর স্বামীর কাছে পাঠানোসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, নারীর অভিযোগ পাওয়ার পরপরই তা নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।