বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে করা মামলার আসামি হিসেবে আজ বুধবার ভোরে কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বাজিতপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় অনেকে আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তানজিম হাসান নামের এক ছাত্রনেতা আছেন। পরে তিনি ও উপজেলার বলিয়ারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম বাদী হয়ে পৃথক মামলা করেন। এসব মামলায় রকিবুল হাসানকে আসামি করা হয়। মামলার পর তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর পাঁচটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, রকিবুল হাসানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। সব কটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।