রাজউকের অভিযানে হামলা, দুই আবাসন ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকার কেরানীগঞ্জে জলাশয় ও কৃষিজমি দখলমুক্ত করতে গিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুই আবাসন ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার দুপুরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আবাসন ব্যবসায়ী হলেন শতরূপা হাউজিংয়ের মালিক নুরুল আমিন (৫৩) ও মিলেনিয়াম সিটির পরিচালক তাজুল ইসলাম (৫২)।
রাজউক ও মামলার আরজি সূত্রে জানা যায়, ঢাকার কেরানীগঞ্জে শতরূপা হাউজিং ও মিলেনিয়াম সিটি নামে আবাসন প্রকল্প রাজউকের অনুমোদন ব্যতীত পরিচালিত হচ্ছিল। গত ২২ জানুয়ারি এসব আবাসন প্রকল্পের দখল থেকে জলাশয় ও কৃষিজমি উদ্ধারে রাজউক অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিলেনিয়াম সিটির পরিচালক তাজুল সরকার ও শতরূপা হাউজিংয়ের পরিচালক নুরুল আমিনের নির্দেশে ২০ থেকে ২৫ জন রাজউকের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের ওপর হামলা করে প্রাণনাশের হুমকি দেন।
হামলায় মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদক মাজহারুল মিলন, ক্যামেরা পারসন জহিরুল ইসলাম, রাজউকের এক্সকাভেটরচালক আবদুল খালেকসহ রাজউকের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হন। এ ছাড়া দুর্বৃত্তরা অভিযানে ব্যবহৃত সরকারি এক্সকাভেটরের কাচ ও ইঞ্জিন ভেঙে ফেলেন। পরে এ ঘটনায় রাজউক কর্তৃপক্ষ আদালতে পৃথক দুটি মামলা করে।