রংপুরে স্বাস্থ্য অলিম্পিয়াডে সকালেই হাজির শিক্ষার্থীরা, মুখর স্কুল প্রাঙ্গণ
ভ্যাপসা গরম উপেক্ষা করে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছুটে এসেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে সাড়ে আটটার মধ্যে রংপুর জিলা স্কুল মিলনায়তনের সামনে তাদের প্রাণোচ্ছল উপস্থিতি দেখা গেল। তাদের পদচারণে মুহূর্তেই মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশ নিতেই তাদের এ জমায়েত।
যক্ষ্মার বিস্তার রোধ ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে বাংলাদেশে প্রথমবারের মতো স্বাস্থ্য অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএআইডির অর্থায়নে ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় প্রথম আলো এর আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা।
আজ সকাল নয়টায় রংপুর জিলা স্কুল মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে স্বাস্থ্য অলিম্পিয়াডের উদ্বোধন করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। শিক্ষার্থীদের উদ্দেশে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘প্রথম আলোর এই আয়োজন প্রশংসার দাবি রাখে। প্রথমবারের মতো এই স্বাস্থ্য অলিম্পিয়াডে শিক্ষার্থীদের মধ্যে বেশ সাড়া পড়েছে। তোমরা যারা এই স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশ নিয়েছ, এখান থেকে অনেক কিছুই শিখতে পারবে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমরাই হবে আগামীর বাংলাদেশ।’
উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন আইসিডিডিআরবির প্রতিনিধি মাহফুজার রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, স্বাস্থ্য অলিম্পিয়াডের সদস্য, বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
আজ সকাল নয়টায় রংপুর জিলা স্কুল মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে স্বাস্থ্য অলিম্পিয়াডের উদ্বোধন করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
উদ্বোধনের পর ৩০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে চলে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ। পাশাপাশি দেয়ালিকা প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজনও ছিল। এরপর মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দিতে মঞ্চে থাকবেন আইসিডিডিআরবির প্রোগ্রাম কর্মকর্তা মাহফুজার রহমান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহান, জেলা সিভিল সার্জন মো. ওয়াজেদ আলী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক সৈয়দ মামুনুর রহমান, আইসিডিডিআরবির চিকিৎসক আবদুল ওয়াদুদ। সবশেষে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
স্বাস্থ্য অলিম্পিয়াড ও দেয়ালিকা প্রতিযোগিতায় রংপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সর্বশেষ পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি এই তিন বিভাগে ৪০ জন বিজয়ী নির্বাচিত করা হয়। যাঁরা ঢাকায় জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবে। বিজয়ীদের সনদ, মেডেল ও টি-শার্ট দেওয়া হবে। স্বাস্থ্য অলিম্পিয়াড অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুর জামান।