আনোয়ারায় দুটি অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেপ্তার

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র–গুলিসহ গ্রেপ্তার বাবা–ছেলেছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দুটি এলজি, চারটি ছুরি, দুটি দা ও আটটি গুলিসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন পশ্চিমচাল এলাকার মৃত বাবু মিয়ার ছেলে আবদুর রহিম ( ৫৫) ও তাঁর ছেলে মো. ইমরান (২৪ )। রহিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতন, খুন, ডাকাতি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি।

আজ ভোর থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর এই অভিযান চলে। এ সময় পুকুরের পানিতে ডুব দিয়ে আত্মগোপনের চেষ্টা করেন আবদুর রহিম। তবে শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার হতে হয়। জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সেনাবাহিনী অস্ত্রসহ দুজনকে আটক করে মামলার মাধ্যমে থানায় হস্তান্তর করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।