আখাউড়া সীমান্তে অনুপ্রবেশের সময় বাংলাদেশি যুবক গ্রেপ্তার
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সবুজ দাস (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে উপজেলার আবদুল্লাহপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সবুজ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুণ্ডা গ্রামের ইন্দ্রজিৎ দাসের ছেলে। বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা তাঁকে থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ভারতে কাজ করতে গিয়ে ফেরার পথে এই যুবক গ্রেপ্তার হয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ বিজিবিকে জানিয়েছেন, প্রায় চার মাস আগে অবৈধ পথে ভারতে কাজ করতে গিয়েছিলেন সবুজ। তিনি রাজমিস্ত্রির কাজ করতে ভারতে গিয়েছিলেন। আজ দুপুরে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধীন ফরিকমোড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ২০২২/১০ এস থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের ভেতরের আবদুল্লাহপুর এলাকা থেকে তাঁকে আটক করে।
আবদুল্লাহপুর এলাকার নাঈম চৌধুরী নামের এক পাচারকারীর সহায়তায় ওই যুবক দেশে ফিরেছেন বলে জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা হয়েছে। সবুজকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।