কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দীর মৃত্যু
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক বন্দীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর পাঁচটার দিকে তালেব উদ্দিন (৬২) নামের ওই বন্দী মারা যান। তাঁর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাগাউড়া গ্রামে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দী তালেব উদ্দিন গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক তালেব উদ্দিনকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালা চিকিৎসকের বরাত দিয়ে জানান, ওই বন্দী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।