আ.লীগ নেতার বিপণিবিতানে ভাঙচুর, অভিযোগ নৌকার সমর্থকদের বিরুদ্ধে
নির্বাচনের বিরোধের জেরে নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিপণিবিতানে ভাঙচুর চালানো হয়েছে। নৌকার সমর্থকেরা এ ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। গতকাল রোববার রাত ১১টার দিকে কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সিরহাট পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা হামলা চালিয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, তিনি সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান ভূঁইয়ার কাঁচি প্রতীকের পক্ষে ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থী মোরশেদ আলমের সমর্থকেরা তাঁর বিপণিবিতান জাহাঙ্গীর আলম কমপ্লেক্সে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তাঁর বিপণিবিতানের বেশ কিছু কাচ ভেঙে যায়। ঘটনার পরপরই তিনি বিষয়টি সেনবাগ থানার পুলিশকে অবহিত করেন। আজ সোমবার সকালে থানায় একটি লিখিত অভিযোগও করেছেন বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, তিনি এ সম্পর্কে কিছুই জানেন না। এসব তিনি পছন্দও করেন না। তাঁর কাছে কোনো সন্ত্রাসীর স্থান নেই।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, হামলার খবর পেয়ে তিনি নিজেই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে হামলার সত্যতা পাওয়া গেছে। তবে কারা ওই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।