নাটোরে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদারের (দুলু) স্ত্রী সাবিনা ইয়াসমিনের গাড়িবহরে হামলা ও মারধর করার অভিযোগে মামলা হয়েছে। এতে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামসহ আওয়ামী লীগের ৭৩ জনকে আসামি করা হয়েছে।
বিএনপির কর্মী আবদুর রহিম শেখ বাদী হয়ে আজ সোমবার নলডাঙ্গা থানায় মামলাটি করেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (রমজান), নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, পৌর কাউন্সিলর তৌহিদুর রহমান (লিটন) প্রমুখ। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮০ জনকে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর সাবিনা ইয়াসমিন নাটোর থেকে পথসভা করার উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে নলডাঙ্গায় যাচ্ছিলেন। উপজেলার ত্রিমোহনীতে পৌঁছালে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলামের হুকুমে আসামিরা গাড়িবহরে হামলা চালান। তাঁদের প্রতিরোধ করতে গেলে সাবিনা ইয়াসমিনের হাতে লোহার রড, হাতুড়ি ও দেশি অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর ডান হাত ভেঙে যায়। তিনি গুরুতর আহত হন। এ ছাড়া আসামিরা ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান মামলা করার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।