অভ্যুত্থানে নিহতদের স্মরণ, ত্রাণ পেলেন ১২ হাজার বন্যার্ত

নোয়াখালীতে গণঅভ্যুত্থানের হতাহতদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে। আজ দুপুরে সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর গ্রামেপ্রথম আলো

ছাত্র-জনতার গণ–অভ্যুত্থান চলাকালে রাজধানী ঢাকায় এবং নোয়াখালীতে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হতাহতদের পরিবারকে আর্থিক অনুদানও দেওয়া হয়। আজ শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বনগর গ্রামে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী আবদুল মান্নানের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী বিএনপি নেতা আবদুল মান্নান ছাড়াও সৌদি আরব বিএনপির নেতা কেফায়েত উল্যাহ, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আলম মোল্লা, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য শাহজালাল, সদস্য মোকলেসুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে নিহত ও আহত সোনাইমুড়ী ও সেনবাগের ১১ জনের পরিবারকে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়।

১২ হাজার বন্যার্ত পেলেন ত্রাণসহায়তা

এদিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১২ হাজার বন্যাকবলিত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বেসরকারি ডাক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসএ পরিবহন। গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর, সোনাপুর, আমিরসাপাড়া এলাকার দুই হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন এসএ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ।

এ সময় সালাহ উদ্দিন আহমেদ বলেন, গত ১৬ বছর দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং বাক্‌স্বাধীনতা হরণ করেছে আওয়ামী লীগ সরকার। এ সময় উপস্থিত ছিলেন এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক নুর এ আলম রুবেল, শামসুল আলম, কো-অর্ডিনেটর হাসান, মহাব্যবস্থাপক মোর্শেদ আলম চৌধুরী প্রমুখ।