কারফিউ শিথিলে স্বস্তি, ব্যাংকে ভিড়, আটকে পড়া মানুষ গন্তব্যে ফিরছেন

যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের ভদ্রা বাসস্ট্যান্ড এলাকায়ছবি: শফিকুল ইসলাম

কারফিউ শিথিলে দেশের বিভিন্ন স্থানে জনজীবনে স্বস্তি ফিরেছে। সড়কগুলোতে শুরু হয়েছে যানবাহন চলাচল। বেড়েছে মানুষের কর্মব্যস্ততা। ভিড় বেড়েছে ব্যাংকগুলোতে। বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরছেন। আজ বুধবার সকালে কর্মজীবী লোকজনকে অফিসে যেতে দেখা গেছে।

রাজশাহী

কয়েক দিন ধরে ঝিমিয়ে থাকা রাজশাহী নগরে আজ যেন প্রাণ ফিরেছে। নগরের সব বিপণিবিতান খোলা হয়েছে। কর্মজীবী লোকজন পাঁচ দিন বন্ধের পর আজ কর্মস্থলে গেছেন। আজ সকাল থেকে নগরের সড়কগুলোতে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। বাস চালু হওয়ায় রাজশাহীতে আটকে পড়া লোকজন বিভিন্ন গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের ভদ্রা বাসস্ট্যান্ডে কথা হয় রাজশাহী সরকারি কলেজের শিক্ষার্থী আল আমিনের সঙ্গে। তিনি বলেন, তাঁর বাড়ি রংপুরে। তিনি রাজশাহী আটকে পড়েছিলেন। বাস চালু হওয়ায় আজ তিনি বাড়ির পথে রওনা হয়েছেন।

গত শনিবার রাতে কারফিউ জারি হলে সারা দেশের মতো রাজশাহীতেও স্থবিরতা নেমে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় লোকজন বেশি বাইরে বের হননি। কারফিউ শিথিলের সময় অল্প কিছু মানুষ জরুরি প্রয়োজনে বের হতেন। আজ সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে। ফিরেছে স্বস্তি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাফকাত মঞ্জুর প্রথম আলোকে বলেন, আজ সকালে রাজশাহী থেকে দু-একটি দূরপাল্লার বাস ছেড়ে গেছে। পাশের জেলাগুলোর সঙ্গে বেশ বাস চলাচল করছে।

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, কারফিউ চলাকালে অনেক মানুষ জীবিকা নির্বাহ করতে না পেরে সমস্যায় পড়েছেন। এ কারণে কারফিউ শিথিল করা হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। রাজশাহীতে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী তৎপর রয়েছে।

সড়কে বিভিন্ন যানবাহন চলাচল করছে। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরের সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায়
ছবি: প্রথম আলো

রংপুর


রংপুর নগরে আবার কর্মব্যস্ততা ফিরেছে। আজ সকালে নগরে রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনের যানজটও চোখে পড়েছে। নগরের পুলিশ সুপার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনের সড়কের সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সদস্যদের পাহারায় থাকতে দেখা যায়।

রংপুর প্রেসক্লাব এলাকায় একটি বেসরকারি ব্যাংক থেকে টাকা তুলতে আসেন ব্যবসায়ী আশরাফুল আলম। তিনি জানান, সকাল ১০টার দিকে লাইনে দাঁড়ান। বেলা ১১টায় ব্যাংক খুলেছে। ব্যাংকে অনেক মানুষের ভিড়। তবে তিনি আশা করছেন, খুব শিগগির পরিস্থিতি স্বাভাবিক হবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর মহানগর ও রংপুর জেলার বিভিন্ন স্থান থেকে সংঘর্ষের ঘটনায় জড়িত আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুকবুল হোসেন আছেন। ছয় দিনে এ পর্যন্ত মহানগর এলাকার ৯৫ জন ও জেলার বিভিন্ন স্থান থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুর মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ

ময়মনসিংহ নগরে আজ সকাল থেকে মানুষের কর্মব্যস্ততা দেখা গেছে। নগরের পাটগুদাম ব্রিজ মোড়ে অবস্থিত আন্তজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে অনেক বাস ছেড়ে গেছে। মাসকান্দা বাস টার্মিনাল থেকেও ঢাকাগামী বেশ কয়েকটি বাস ছেড়ে গেছে।

নগরের বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক দেখা যায়। কোথাও কোথাও হালকা যানজটও চোখে পড়ে। নগরের বিভিন্ন ব্যাংকে মানুষের আনাগোনা বেশি দেখা যায়।

ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা প্রথম আলোকে বলেন, নগরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত আছে। পরিবেশ পুলিশের নিয়ন্ত্রণে আছ। আজ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর, প্রতিনিধি, রাজশাহী, ময়মনসিংহ]