চট্টগ্রামে কুমারী পূজা অনুষ্ঠিত
শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী তিথিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। নগরের পাথরঘাটার শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে আজ শুক্রবার সকালে কুমারী পূজা দেখতে দর্শনার্থীরা ভিড় করেন। এ বছর মণ্ডপটিতে কুমারী হিসেবে পূজা করা হয়েছে ১০ বছর বয়সী প্রীত ধর ও ১১ বছর বয়সী শুভদ্রা বিশ্বাসকে। দুজনকে অপরাজিতা নামে পূজা করা হয়। শাস্ত্রমতে অপরাজিতা নামে পূজিত হলে অভীষ্ট সিদ্ধ লাভ করা যায়।
প্রীত ধর সেন্ট স্কলাস্টিকা স্কুলের তৃতীয় শ্রেণিতে এবং শুভদ্রা বিশ্বাস একই স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে। পূজায় পৌরোহিত্য করেন শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরের পুরোহিত শ্রীমৎ শ্যামল সাধু মোহন্ত মহারাজ। তিনি বলেন, কুমারীরা শুদ্ধতার প্রতীক হওয়ায় মাতৃরূপে ঈশ্বরের আরাধনার জন্য কুমারী কন্যাকে নির্বাচিত করা হয়। মূলত নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজা করা হয়। মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয়, তারই বাস্তবরূপ কুমারী পূজা। বিভিন্ন বয়সী কুমারীকে ভিন্ন নামে পূজা করা হয়।
পূজা শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। অষ্টমী শেষ হবে সন্ধি পূজার মধ্য দিয়ে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। পূজা উদ্যাপন পরিষদ জানায়, চট্টগ্রামে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ২ হাজার ৪৫৮টি মণ্ডপে। এর মধ্যে মহানগরে ২৯৩টি ও জেলার ১৫টি উপজেলায় ২ হাজার ১৬৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।