ময়মনসিংহে ভিমরুলের কামড়ে প্রাণ গেল বাবা-মেয়ের

প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও এক শিশু আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার মসজিদের ইমাম মো. আবুল কাসেম আট বছর বয়সী মেয়ে লাবিবা আক্তার ও ছয় বছর বয়সী ছেলে মো. সিফাতুল্লাহকে নিয়ে নৌকা দিয়ে দুধনই বাজারে যাচ্ছিলেন। বন্যার পানিতে নৌকা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে দুধনই বাজারে যাওয়ার পথে পানিতে থাকা একটি বাঁশঝাড়ে ধাক্কা লাগে নৌকাটির। সে সময় বাঁশঝাড় থেকে ভিমরুল বেরিয়ে বাবা ও দুই সন্তানকে কামড়াতে শুরু করে। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবুল কাসেমকে মৃত ঘোষণা করা হয়। কিছুটা সুস্থ বোধ করায় স্বজনেরা লাবিবাকে এলাকায় নিয়ে যাচ্ছিলেন; কিন্তু পথে তার অবস্থাও খারাপ হলে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার প্রথম আলোকে বলেন, ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। মেয়ের লাশ বাড়িতে নিয়ে গেছে, বাবার মরদেহ হাসপাতালে রয়েছে। আরও এক শিশু চিকিৎসাধীন।