রেলক্রসিংয়ে ভটভটি বিকল, প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে গেল ট্রেন
রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসছিল কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। এ সময় রেলক্রসিং দিয়ে পার হচ্ছিল একটি ভটভটি। তবে এটি পুরো পার হতে পারেনি। রেললাইনের ওপরই বিকল হয়ে পড়ে। পরে ট্রেনটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত ভটভটি গাড়িটি টেনে নিয়ে যায়।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে নগরের বুধপাড়া গনির ঢালান এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও রেললাইনের বেশ কয়েকটি কাঠের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা পৌনে তিনটার দিকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন আসছিল। এ সময় ভটভটি বুধপাড়া এলাকায় ট্রেনলাইনের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে যাচ্ছিল। হঠাৎ এটি রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। ট্রেনটি আর থামেনি। এটি ভটভটিকে দুমড়েমুচড়ে আধা কিলোমিটার পূর্বদিকে নিয়ে যায়। এতে ২০ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এর আগেই ভটভটির চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা শাহিনুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন দুমড়েমুচড়ে যাওয়া ভটভটিটি লাইন থেকে সরিয়ে নেয়। পরে ট্রেনলাইন স্বাভাবিক হলে ট্রেনটি চলে যায়। সরেজমিনে দেখা গেছে, কাঠের স্লিপারের বেশ কয়েকটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি ভেঙেও গেছে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। লাইনের একটু ক্ষতি হয়েছে। কয়েকটা স্লিপার ভেঙে গেছে। ১২ মিনিটের মতো ট্রেন থেমে ছিল। স্লিপারগুলো ঠিক করা হচ্ছে।