বালিয়াকান্দিতে ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

রাজবাড়ী জেলার মানচিত্র

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে বালিয়াকান্দি-পাংশা সড়কের বড় ঘি-কমলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চরভিটি গ্রামের হাসেম মণ্ডল (৫০) ও তাঁর মেয়ে হালিমা খাতুন (২৮)। হালিমা উপজেলার কোড়কদি গ্রামের সাবু মণ্ডলের স্ত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত বিউটি আক্তারকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, গতকাল বেলা দুইটার দিকে মেয়ে হালিমা খাতুন ও সৌদিপ্রবাসী ভাতিজার স্ত্রী বিউটি আক্তারকে নিয়ে বালিয়াকান্দি-পাংশা সড়ক দিয়ে নারুয়া বাজারের দিকে ভ্যানে করে যাচ্ছিলেন হাসেম মণ্ডল। ব্যাটারিচালিত ভ্যানটি তিনি নিজেই চালাচ্ছিলেন। বড় ঘি-কমলা বাজারের মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকচাপায় গুরুতর আহত হন হাসেম মণ্ডল, হালিমা খাতুন ও বিউটি আক্তার। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক হাসেম ও তাঁর মেয়ে হালিমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বিউটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা শায়লা শারমীন বলেন, বিকেল চারটার দিকে পুলিশসহ তাঁদের স্বজনেরা হাসেম মণ্ডল, হালিমা খাতুন ও বিউটি আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই হাসেম মণ্ডল ও হালিমা খাতুনের মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পাইপবোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার রাতেই বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ হস্তান্তর করা হয়েছে।