টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাস আর ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। সকাল ১০টার পর সূর্য উঁকি দিলেও রোদের উত্তাপ ছড়াতে না পারায় অনুভূত হচ্ছে কনকনে শীত।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি এই এলাকায় মৃদৃ শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস বলে বলছেন আবহাওয়াবিদরা। চলতি মৌসুমে আজ প্রথমবারের মতো তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল। এর আগে গত বছর একই দিনে (২০২১ সালের ২৮ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া এবং সিলেটের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
গতকাল বিকেল থেকেই পঞ্চগড়ে বাড়তে থাকে ঝিরিঝিরি হিমেল বাতাস। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার দাপট। রাতের হিমেল বাতাসে অনুভূত হয় কনকনে শীত। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে টিপটিপ বৃষ্টির মতো ঝরতে থাকে ঘন কুয়াশা। এতে তীব্র শীতে সকালবেলা বেড়ে যায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ।
আজ সকালের ঘন কুয়াশায় জেলার সড়কগুলোতে যানবাহন চালাতে বিপাকে পড়েন চালকেরা। দুর্ঘটনা এড়াতে যানবাহন চালাতে হয় হেডলাইট জ্বালিয়ে। সকাল ১০টায় সূর্যের দেখা মিললেও দুপুর ১২টা পর্যন্ত উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় ছড়াতে পারেনি রোদের তীব্রতা।
পঞ্চগড় জেলা শহরে কাজ করতে আসা নির্মাণশ্রমিক ওসমান আলী বলেন, কয়েক দিন ধরে অতিরিক্ত ঠান্ডার কারণে ঠিকমতো কাজ হচ্ছে না। কুয়াশার কারণে সকালে সহকারী শ্রমিকেরা দেরিতে কাজে আসছেন। এমনিতেই তো এখন দিন ছোট। দেরিতে কাজে এলে সময়মতো কাজ তোলা যায় না।
শহরের রিকশাচালক জমিরুল ইসলাম বলেন, সকালে এত কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। ঠান্ডায় অবস্থা খারাপ। যেগুলো গাড়ি হেডলাইট জ্বালিয়ে আসে, সেগুলো সহজেই দেখা যায়। ঠান্ডার সকালে শহরে লোকজন কম, জরুরি দরকার ছাড়া কেউ বের হতে চান না। এ জন্য সকাল সকাল যাত্রীও কম পান।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, টানা তিন দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এবারের মৌসুমে আজ প্রথমবারের মতো তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড করা হলো। এটা মৃদু শৈত্যপ্রবাহের আভাস। তবে তাপমাত্রা যদি ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টানা তিন দিন অবস্থান করে, তাহলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা যায়।