গাজীপুরে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ইফতারে বাধা দেওয়ার অভিযোগ জামায়াতের

সংঘর্ষপ্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ইফতার মাহফিলে বাধা দেওয়ার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া খাজা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে জামায়াতের দুই কর্মীকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর সদরে পাঠানো হয়েছে। তাঁরা হলেন ঈশ্বরপুর এলাকার আসলাম (২৬) ও খলাপাড়া এলাকার হাফিজ উদ্দিন (৩৫)। এ ছাড়া জামায়াতের আর তিন কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন খলাপাড়া এলাকার মোবারক সরকার (২৬), কাজী আবদুল্লাহ (২৪) এবং দক্ষিণ খলাপাড়ার আজিজুল হক (৪১)। এ ঘটনায় জামায়াতের এক নেতা বাদী হয়ে থানায় মামলা করেন।

উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত আয়োজনের অংশ হিসেবে গতকাল খলাপাড়া খাজা মার্কেট এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক সুমন মিয়া জানান, ইফতারের আগে স্থানীয় বিএনপির কর্মী আপেল, নুর ইসলাম, আকরামসহ ১০ থেকে ১৫ জন সেখানে গিয়ে জানান, এলাকাটিতে কোনো ইফতার মাহফিল করা যাবে না। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা ইফতারের খাবার ফেলে দেন এবং কিছু খাবার নিয়ে চলে যান। জামায়াতের কর্মীরা অন্য স্থানে ইফতার ও নামাজ শেষে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান বিএনপির কর্মীরা।

এ বিষয়ে বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘কেউ যদি আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালান, তাহলে কি আমরা রক্ষা করব না? জামায়াতের নেতা-কর্মীরা আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছেন, এতে আমাদের প্রায় সাত থেকে আটজন আহত হয়েছেন।’ তবে তাৎক্ষণিক তিনি আহত ব্যক্তিদের নাম-পরিচয় দিতে পারেননি।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারিকুল ইসলাম জানান, গতকাল রাত ৯টার দিকে জামায়াতের পাঁচজন কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জামায়াতের স্থানীয় নেতা সোহরাব হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।