৪ কোটি টাকার অবৈধ সম্পদ, পাবনায় পিআইওর বিরুদ্ধে দুদকের মামলা

মামলা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ (৪৮) ও তাঁর স্ত্রী–সন্তানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তিনটি মামলা করেছে। আজ মঙ্গলবার বিকেলে দুদক সমন্বিত পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন। তিনটি মামলায় তাঁদের বিরুদ্ধে ৪ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

আবুল কালাম আজাদ বর্তমানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে পিআইও হিসেবে কর্মরত আছেন। অপর দুটি মামলায় তাঁর স্ত্রী মর্জিনা খাতুন (৪৭) ও ছেলে ফজলে রাব্বীকে (২১) বিবাদী করা হয়েছে। তাঁদের বাড়ি পাবনা জেলা শহরের শালগাড়িয়া মহল্লায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পিআইও আবুল কালাম আজাদ দেশের বিভিন্ন এলাকায় চাকরির সুবাদে অসৎ উপায়ে সম্পদ অর্জন করেন এবং এসব অর্থ তাঁর সন্তান, স্ত্রীসহ আত্মীয়স্বজনের নামে গচ্ছিত রাখেন। দুদক সমন্বিত পাবনা কার্যালয়ের কর্মকর্তারা দীর্ঘদিন তথ্য অনুসন্ধান করে এর সত্যতা পেয়েছেন।

অনুসন্ধানে দুদক কর্মকর্তারা দেখতে পান, আবুল কালাম আজাদের স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে ফজলে রাব্বীর কোনো আয়ের উৎস নেই। পিআইও আবুল কালাম আজাদ অবৈধভাবে অর্থ উপার্জন করে কোটি কোটি টাকা স্ত্রী ও ছেলের নামে গচ্ছিত রেখেছেন। তাঁদের তিনজনের নামে ৪ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ সম্পদ রয়েছে, যা আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ। তাঁরা এসব সম্পদের বিপরীতে প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে দুদক পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বলেন, মামলা তিনটি আজ নথিভুক্ত হয়েছে। এখন তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। এরপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।