চালককে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে অটোরিকশা নিয়ে চম্পট

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ পৌর শহরের ফুলবাড়ি এলাকায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। চালককে হত্যার পর তাঁর লাশ গাছে ঝুলিয়ে রেখে চলে যায় তারা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ি গ্রামে সড়কের পাশের একটি গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়া অটোরিকশাচালকের নাম ফরিদুল খান (৪৮)। তিনি সিরাজগঞ্জ পৌর শহরের নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার মৃত আবু বক্কার খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ফুলবাড়ি গ্রামের আঞ্চলিক সড়কের পাশের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফরিদুল খানের লাশটি দেখতে পেয়ে থানায় খবর পাঠান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরিদুল খানের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তাদের ধারণা, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে বেঁধে রেখে তাঁর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।

ফরিদুলের স্ত্রী ফুলেরা বেগম বলেন, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়িতে থেকে অটোরিকশা নিয়ে শহরের যান ফরিদুল। এরপর সন্ধ্যায় তাঁর ছেলে বাবা ফরিদুলকে পৌর শহরের কাঠেরপুল এলাকায় ভাড়ার জন্য অপেক্ষা করতে দেখতে পায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয় লোকজন ফরিদুলের লাশটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে দেখতে পেয়ে তাঁদের খবর দেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ফরিদুলের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটির গলার অংশে আঘাতের কালো দাগ রয়েছে। লাশটি ঝুলন্ত অবস্থায় গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। ফরিদুলের অটোরিকশাটি পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।