যৌন নিপীড়নের ঘটনায় জড়িত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে সাময়িক বরখাস্ত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যৌন নিপীড়নের অভিযোগ ওঠা অধ্যাপককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া।
উপাচার্য প্রথম আলোকে বলেন, যৌন নিপীড়নের ঘটনাকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন ও সুপারিশের পরিপ্রেক্ষিতে গতকাল আলোচনা করা হয়। আলোচনা করে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করেছে সিন্ডিকেট। প্রশাসনের গৃহীত সিদ্ধান্তের বিষয়ে তাঁকে আপিল বা আত্মপক্ষ সমর্থনের জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার নির্দেশনা দাপ্তরিকভাবে জারি করা হয়েছে বলেও জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়টির ভেটেরিনারি অনুষদে অধ্যয়নরত মালয়েশীয় এক নারী শিক্ষার্থী। এ বিষয়ে ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
লিখিত অভিযোগ অনুযায়ী, ওই শিক্ষক ভুক্তভোগীর বাসায় জোরপূর্বক প্রবেশ করে তাঁকে একাধিকবার যৌন হয়রানি করেছেন ও বিভিন্ন আজেবাজে মেসেজও পাঠাতেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।