টাঙ্গাইলে দুজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীদের একজন নিহত
পূর্ব শত্রুতার জের ধরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের গণপিটুনিতে হামলাকারীদের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাগরপুর উপজেলার ধুবুরিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধুবুরিয়া গ্রামের মুকুল মিয়ার ছেলে আসাদুল (২৮), ছাত্তার মিয়া (৫৫) ও আবু তালেব মিয়া (২০)। এদের মধ্যে ধুবরিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আবু তালেব গণপিটুনিতে নিহত হয়েছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও মাদক ব্যবসার জের ধরে কয়েকজন দুর্বৃত্ত রাতে আসাদুলের ওপর হামলা করে। হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় আসাদুলের চাচা ছাত্তার মিয়া ঘটনাস্থলে পৌঁছালে তাকেও উপর্যুপরি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা চলে যায়। এ সময় আশপাশের লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে হামলাকারীদের মধ্যে আবু তালেবকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসীম উদ্দিন বলেন, নিহত চাচা-ভাতিজার লাশ হাসপাতালে আনা হয়েছে। তালেবের লাশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।