গাজীপুরে গাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা
গাজীপুর সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
গাজীপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে উত্তর সালনা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত একটি গাড়িতে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সালনা বাজার এলাকার ব্যবসায়ী রমজান আলী বলেন, বিএনপির কিছু লোক সকালে একটি মিছিল করার চেষ্টা করেন। লোকজনের জড়ো হাওয়া দেখে গাড়িটি সড়কের পাশে দাঁড় করানো হয়। এ সময় কয়েকজন যুবক গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।
আগুনে গাড়িটির সামনের অংশ ও বেশ কিছু আসন পুড়ে গেছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম বলেন, ‘সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।’