মির্জা ফখরুল বললেন, দাবি এখন একটাই, সরকারের পদত্যাগ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আর ১০ দফা নয়, দফা একটাই, এই সরকারের পদত্যাগ। এর ফয়সালা হবে রাজপথে, বাংলাদেশকে ফিরিয়ে নিতে হবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে, গণতান্ত্রিক বাংলাদেশে। সে জন্য এখন বিএনপির স্লোগান ‘টেক ব্যাক বাংলাদেশ’। যেখানে ভোটের অধিকার থাকবে ভোটারের।
শনিবার বিকেলে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমার বয়স হয়েছে, বক্তব্য দিতে দিতে গলাও ভেঙে গেছে। তবু আমি আপনাদের ব্রিটিশবিরোধী কৃষক আন্দোলনের নেতা নূরলদীনের ভাষায় বলতে চাই, ‘‘জাগো বাহে, কোনঠে সবাই।’’ এবার ডাক এসেছে গণতন্ত্রের জন্য, সেই ডাকে আমাদের সাড়া দিতে হবে। তরুণ নেতা তারেক রহমান চেয়ে আছেন দেশের মানুষের দিকে।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এই সরকারের আমলে বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। তাঁর ছোট্ট সন্তানের বয়স এখন ১২ বছর। সে বাড়ির দরজার দিকে চেয়ে থাকে, এই বুঝি তার বাবা ফিরে এলেন। কিন্তু তিনি আর ফিরে আসেন না। এই বাংলাদেশ শেখ হাসিনা আমাদের উপহার দিয়েছেন।’
আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের সব অর্জন ধ্বংস করে দিয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, তাঁরা দেশের মানুষকে ১০ টাকা কেজিতে চাল আর ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ বাস্তবতা সবাই জানেন। ব্যাংক ও বিমা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল খুলনায় নিজেরা নিজেরা গোলাগুলি করে বিএনপির ১৩০০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শুধু খুলনা নয়, সারা দেশে ওরা বিএনপির ৪০ লাখ নেতা–কর্মী ও সমর্থকদের নামে মিথ্যা মামলা দিয়েছে। যাঁরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাঁদের বলতে চাই, যথেষ্ট হয়েছে, এবার মানে মানে কেটে পড়েন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। কারণ, এখন যাঁরা আছেন, তাঁরা ঠুঁটো জগন্নাথ। তাঁদের নিজেদের কোনো ক্ষমতা নেই।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা। বক্তব্যে তিনি বলেন, ‘১৫ বছরে বিএনপির নেতা–কর্মী ও সমর্থকেরা বহু নির্যাতন সহ্য করেছে। মিথ্যা মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। তারেক রহমানকেও মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। কিন্তু হামলা আর মামলা দিয়ে আমাদের আর দমানো যাবে না।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘এই সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বিদেশে এদের সেকেন্ড হোম রয়েছে। এরা একবার শাসনক্ষমতা থেকে নামলে, আমাদের কিছু করতে হবে না, দেশের মানুষ এদের সব অপকর্মের বিচার করবে।’
জনসভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব ওরফে দুলু। অন্যদের মধ্যে বক্তব্য দেন লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক প্রমুখ।