ফেনীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু
ফেনীতে বজ্রপাতে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসাছাত্রের নাম আনোয়ার হোসেন (১৪)। সে উত্তর কাশিমপুর গ্রামের নূর করিমের ছেলে। স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল আনোয়ার।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গরুর ঘাস কাটার জন্য বাবার সঙ্গে গ্রামের কড়া খাল এলাকায় গিয়েছিল আনোয়ার। সেখান থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে আনোয়ারের মৃত্যু হয়। তার বাবা নূর করিম অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুল হক আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর বিষয়টি ফেনী মডেল থানাকে অবহিত করা হয়েছে।