২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

উত্ত্যক্ত করার প্রতিবাদে মহাসড়কে ছাত্রীদের অবস্থান, অভিযোগ প্রদর্শকের বিরুদ্ধে

বগুড়ার শেরপুর উপজেলায় রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঢাকা- বগুড়া মহাসড়কে ছাত্রীরা সড়ক অবরোধ করেন। উপজেলা পরিষদের সামনে
ছবি: প্রথম আলো

বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের এক প্রদর্শকের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষার্থীরা প্রায় ২০ মিনিট মহাসড়কে অবস্থান নিয়ে এর প্রতিবাদ জানিয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় কলেজের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

কলেজের উচ্চমাধ্যমিকের তিন শিক্ষার্থী জানায়, ছয় মাস ধরে কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করছেন। তিনি কলেজে আসা শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটূক্তি করেন। এমনকি ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ নিয়ে ২২ সেপ্টেম্বর কলেজের পরিচালনা কমিটির সভাপতি কাছে অভিযোগ দেয় তারা। কিন্তু ওই প্রদর্শকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে তারা মহাসড়কে নেমেছে।

কলেজের তিন শিক্ষক বলেন, রোববার কলেজের অন্তত ২৫ জন ছাত্রী কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হককে কলেজ থেকে বহিষ্কারের দাবিতে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। ২০ মিনিট পর ছাত্রীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে যায়। সেখানেও তারা প্রতিবাদ সভা করে।

অভিযোগের বিষয়ে ওই কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক বলেন, তাঁর বিরুদ্ধে ছাত্রীরা যে অভিযোগ তুলেছে, তা ষড়যন্ত্রমূলক। সম্প্রতি এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ এবং কলেজের পরিচালনা কমিটির আহ্বায়কের মনোনয়ন নিয়ে দুটি পক্ষের সৃষ্টি হয়েছে। তিনি নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষে ছিলেন। এ কারণে ষড়যন্ত্র করে তাঁর বিরুদ্ধে ছাত্রীদের দিয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, কলেজের কিছু ছাত্রী এই অভিযোগের ঘটনা নিয়ে রোববার মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছে। বিষয়টি নিয়ে তিনি কলেজের বিভিন্ন কমিটির সভায় তুলে ধরবেন।