বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের জন্যই রাজনীতি করে: শহীদ উদ্দীন চৌধুরী

হবিগঞ্জে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শহীদ উদ্দীন চৌধুরী। মঙ্গলবার বিকেলেছবি: প্রথম আলো

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী বলেছেন, গত ১৭ বছরে জ্বলেপুড়ে বিএনপি খাঁটি সোনায় পরিণত হয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের নির্যাতন, হামলা-মামলা কোনো কিছুতেই বিএনপি রাজপথ থেকে পালিয়ে যায়নি। কারণ, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের জন্যই রাজনীতি করে।

মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শহীদ উদ্দীন চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে যেভাবে গুলি করে মানুষ মারা হয়েছে; এ সময় যদি আমরা ইস্পাতদৃঢ় ঐক্যবদ্ধ না থাকতাম, তাহলে এ দেশের মানুষ নতুন করে এ দেশ গড়ার স্বপ্ন দেখতে পেত না। বিএনপি এ দেশের মানুষের জন্য ১৭ বছর যে ত্যাগ স্বীকার করেছে, প্রয়োজনে আরও ১৭ বছর ত্যাগ করতে রাজি। তবুও দেশের মানুষ যাতে শান্তিতে থাকে।’

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, বিএনপিকে এখন আদর্শভিত্তিক রাজনীতি করতে হবে। নেতাদের বড় বড় ছবির সঙ্গে নিজের ছবি যুক্ত করে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে কাজের ফল দেখিয়ে নেতৃত্বে আসতে হবে।

আজ বিকেল চারটায় হবিগঞ্জ পৌরসভার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাখাওয়াত হাসান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (মধ্যপ্রাচ্য) আহমেদ আলী মুকিব। দুপুর থেকে জেলা বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। সরকার পরিবর্তনের পর এই প্রথম হবিগঞ্জে জেলা বিএনপির নেতা-কর্মী বড় সমাবেশে মিলিত হন।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি কে গউছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক, শেখ সুজাত মিয়া, কামাল উদ্দিন সেলিম প্রমুখ।