চৌদ্দগ্রামে ছয় ঘণ্টায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু-বৃদ্ধসহ ৮ জন আহত
কুমিল্লার চৌদ্দগ্রামে ছয় ঘণ্টার মধ্যে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। এতে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চৌদ্দগ্রাম পৌর এলাকার নাটাপাড়া, রামচন্দ্রপুর, গোমারবাড়ি, ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম (৫৮), শামীম হোসেন (১৯), ১৪ মাস বয়সের শিশু মো. ইফরান, তানজিনা আক্তার (৫), শাকিল হোসেন (৫), সারওয়ার (৯), মিনহাজ হোসেন (১০) এবং আইরিন (৩)। আহত ব্যক্তিরা সবাই চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, এক সপ্তাহে অন্তত ২৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু, যাদের বয়স ৪ থেকে ১২ বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে নাটাপাড় গ্রামে কালো রঙের একটি বেওয়ারিশ কুকুর এক ব্যক্তির পায়ে কামড় দেয়। এরপর কুকুরটিকে মারতে স্থানীয় লোকজন ধাওয়া করলে কুকুরটি বেপরোয়া হয়ে ১৪ মাস বয়সের শিশু মো. ইফরানসহ কয়েকজনকে কামড় দেয়।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাটাপাড় গ্রামের বাসিন্দা কাজী মো. ইউনুছ বলেন, ‘আমার ছেলে ইরফানকে বাড়ির সামনে কুকুর কামড় দিয়েছে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেছি। এমন ঘটনা আমাদের এলাকায় প্রায়ই ঘটছে। বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখছি না।’
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশিদ আহমেদ চৌধুরী বলেন, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা রয়েছে, তবে চাহিদার তুলনায় সরবরাহ কম। বেওয়ারিশ কুকুর থেকে দূরে থাকতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিশুদের দিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জেনে মানুষের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।