ভালুকায় পাচারের সময় ১২৫ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ২
ময়মনসিংহের ভালুকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল পাচারের সময় উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাল উদ্ধার করেন। এ সময় দুজনকে আটক করা হয়।
স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর বড় বাজারে আসমত মিয়ার দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল মজুত ছিল। ৩০ কেজি ওজনের ১২৫ বস্তা চাল গাজীপুরের শ্রীপুরের একটি দোকানে বিক্রির জন্য নিতে চাইলে খবর পেয়ে ট্রাকের চালক ও চাল কিনে নেওয়া ব্যক্তিকে আটক করে উপজেলা প্রশাসন। আটক ব্যক্তিরা হলেন আতিকুল ইসলাম (২৫) ও ট্রাকচালক মহিম মিয়া (৩৩)। আতিকুলের বাড়ি ভালুকায় এবং মহিমের বাড়ি শ্রীপুরে।
ইউএনও আলীনূর খান প্রথম আলোকে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য ডিলারকে বরাদ্দ দেওয়া হয়েছিল। পাচারের সময় ১২৫ বস্তা চাল উদ্ধার করা হয়। ওই এলাকার ডিলারকে তখন পাওয়া যায়নি। ডিলারের সঙ্গে এ ঘটনার কোনো যোগসাজশ থাকতে পারে। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া খাদ্য বিভাগকে মামলা করতে বলা হয়েছে।
ভালুকা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদুল ইসলাম বলেন, ‘ওই এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। তাঁর বিতরণ ও স্টক রেজিস্ট্রার ঠিক আছে। চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির। আটক ব্যক্তিরা চালগুলো কীভাবে সংগ্রহ করল, সেটি আমরা খোঁজ নিয়ে দেখছি।’
ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির বলেন, চালসহ আটককৃতদের থানায় রাখা হয়েছে। খাদ্য বিভাগ মামলার আবেদন করলে, আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।