নান্দাইলে কুকুরের কামড়ে যুবকের মৃত্যুর পর ১২টি কুকুরকে পিটিয়ে হত্যা
কুকুরের কামড়ে গতকাল রোববার এক যুবকের মৃত্যুর পর ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চারিআনিপাড়া নদীর পাড় এলাকার ক্ষুব্ধ লোকজন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২টি কুকুরকে পিটিয়ে হত্যা করেছেন। গতকাল রাতে ও আজ সোমবার ভোরে কুকুরগুলো হত্যা করা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম দিকে চারিআনিপাড়া নদীর পাড় মহল্লা ও আশপাশের এলাকায় হিংস্র কুকুর দলবদ্ধ হয়ে চলাফেরা করত। দলটিতে ১০ থেকে ১৫টি কুকুর ছিল। এসব কুকুর মহল্লার কয়েক নারী ও পুরুষকে কামড়ে গুরুতর আহত করে।
গতকাল ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ইজাজুল (৩৭) নামের এক যুবককে একদল কুকুর কামড়ে তাঁর দেহ ছিন্নভিন্ন করে ফেলে। ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। নিহত যুবকের পরিবারের লোকজন লাশটি বাড়িতে নিয়ে দাফন করেন। এ ঘটনায় মহল্লার লোকজন প্রচণ্ড ক্ষুব্ধ হন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুকুর হত্যার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অনেকেই নানা মন্তব্য লেখেন। পরে গতকাল রাতে মহল্লার লোকজন জোট বেঁধে লাঠিসোঁটা নিয়ে শহরের অলিগলিতে কুকুর নিধনে নেমে পড়েন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ জানান, কুকুর নিধনের বিষয় তাঁকে কেউ জানাননি। গতকাল কুকুরের কামড়ে যুবকের মৃত্যু হওয়ার পর তিনি স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয় ও পৌরসভার মেয়রের সঙ্গে যোগাযোগ করে হিংস্র প্রকৃতির কুকুরগুলোর বিষয়ে আইন অনুযায়ী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলাচনা করেন।