ফেনীতে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় যুবলীগ নেতা কারাগারে

নুরুল উদ্দিন ওরফে টিপু
ফাইল ছবি

বিএনপির প্রথম দফা অবরোধ চলাকালে ফেনীতে চিনির ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার যুবলীগের নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার যুবলীগের ওই নেতার নাম নুরুল উদ্দিন ওরফে টিপু (৩৫)। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য। গত রোববার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হায়াত উল্যাহ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

পুলিশ ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, ২ নভেম্বর ভোরে সদর উপজেলার লালপুল সেতুর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্বৃত্তরা চট্টগ্রামের এস আলম চিনি কারখানা থেকে আসা চিনিবোঝাই একটি ট্রাকে প্রথমে ইটপাটকেল ছোড়ে এবং পরে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। চিনিবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। ঘটনার দিন রাতে ট্রাকের মালিক উজ্জল বৈদ্য বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ফেনী মডেল থানায় একটি মামলা করেন।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে মহাসড়কে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ওই ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে। এ জন্য তাঁকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার বলেন, নুরুল উদ্দিনকে গ্রেপ্তারের খবর পেয়েছেন। তিনি উপজেলা যুবলীগের সদস্য ও ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতির দায়িত্বে আছে। তবে কী অভিযোগে বা অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি জানেন না।

এদিকে যুবলীগ নেতা নুরুল উদ্দিনের বিরুদ্ধে উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে তিনটি দোকান নির্মাণ ও প্রায় দুই লাখ টাকা মূল্যের বন বিভাগের সরকারি গাছ কেটে নেওয়া, এলাকায় সরকারি দলের প্রভাব খাঁটিয়ে চাঁদাবাজিসহ নানা ধরনের অভিযোগ আছে।