সৈকত, চিড়িয়াখানা, পার্ক—মানুষের ভিড়ে জমজমাট চট্টগ্রামের বিনোদনকেন্দ্র

ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপস্থিতিতে জমজমাট চট্টগ্রামের বিনোদনকেন্দ্র ও পর্যটন স্পটগুলো। ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডের সি ওয়ার্ল্ডে, চট্টগ্রাম, ১১ এপ্রিলছবি: সৌরভ দাশ

ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপস্থিতিতে জমজমাট চট্টগ্রামের বিনোদন ও পর্যটনকেন্দ্রগুলো। এসব স্থানে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ছুটে আসছেন অনেকে। ঈদের দিনের মতো পরদিন শুক্রবারও এসব জায়গায় ছিল মানুষের উপচে পড়া ভিড়।

ঈদের দিন ও পরের দিন চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড, চট্টগ্রাম চিড়িয়াখানা, আগ্রাবাদ শিশুপার্ক ও বহদ্দারহাটের স্বাধীনতা কমপ্লেক্স ঘুরে এ চিত্র দেখা গেছে। এসব পর্যটন স্থানে সকাল থেকে লোকজন আসতে শুরু করেন। বিকেলে মানুষের ভিড় বেশি বাড়তে থাকে। বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব স্থানে বেড়াতে আসা লোকজনের বেশির ভাগই চট্টগ্রাম নগর ও আশপাশের বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামের মানুষের ঘুরে বেড়ানোর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে পতেঙ্গা সমুদ্রসৈকত। এবার পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালু হওয়ায় পতেঙ্গা সমুদ্রসৈকত নিয়ে মানুষের আকর্ষণ আরও বেড়েছে। ভ্রমণপ্রিয় মানুষ পতেঙ্গা সমুদ্রসৈকতের পাশাপাশি নদীর তলদেশে দেশের প্রথম যোগাযোগপথও ঘুরে যাচ্ছেন।

পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে আরেক বিনোদনকেন্দ্র ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে। এখানে বেড়াতে আসা মানুষদের কেউ সি ওয়ার্ল্ডে আনন্দে মেতেছিলেন। শুক্রবার এখানে প্রায় সাড়ে চার হাজার পর্যটক ঘুরতে এসেছেন। ছিল বেসক্যাম্পে থাকার সুযোগ। আর ফয়’স লেকে বোটে করে ঘুরে বেড়িয়েছেন অনেকেই।

ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডের ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ প্রথম আলোকে বলেন, কয়েক বছরের তুলনায় এবার প্রচুর দর্শনার্থী ঘুরতে এসেছেন। তাঁরা দিনভর সি ওয়ার্ল্ড ও পার্কে ঘুরে বেড়িয়েছেন। আবার নতুন চালু হওয়া বেসক্যাম্পে ঘুরতে এসেছিলেন বিদেশিরাও।

কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডের পাশেই চট্টগ্রাম চিড়িয়াখানা। একসময় চিড়িয়াখানায় তেমন কোনো বৈচিত্র্য না থাকলেও এখন আর সে পরিস্থিতি নেই। নানা ধরনের প্রাণী নিয়ে আসা হয়েছে। আছে বিভিন্ন প্রজাতির পশুপাখি। বড় আকর্ষণ বাঘ। স্বাভাবিক সময়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মানুষের ভিড় লেগে থাকে চিড়িয়াখানায়। এখন ঈদের ছুটিতে সে ভিড় আরও বেড়েছে। বিশেষ করে এখানে শিশু-কিশোরদের নিয়ে এসেছেন বড়রা।

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে দুই শিশুকন্যাকে নিয়ে ঘুরতে আসেন চাকরিজীবী মোহাম্মদ ফরহাদ হোসেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। তিনি বলেন, বাঘ দেখার জন্য শিশুদের অনেক আগ্রহ। টিভি-পত্রিকায়ও চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশিত হয়। তা দেখে বাচ্চাদের মতো তাঁদেরও আগ্রহ জন্মেছে। ঈদের ছুটিতে তাই পরিবারের সবাই এখানে বেড়াতে এসেছেন। তাঁদের ভালোই লাগছে।