আজও জিরো পয়েন্ট অবরোধ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। শুক্রবার বিকেলে খুলনার জিরো পয়েন্ট এলাকায়ছবি: সাদ্দাম হোসেন

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের অবরোধ কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা অবরোধ শেষ করে ফিরে যান। এর আগে গতকাল বৃহস্পতিবার একই সময় জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা।

জিরো পয়েন্ট এলাকাটি খুলনা নগর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত। ঢাকা, সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন এলাকা থেকে চারটি সড়ক এসে মিলিত হয়েছে সেখানে। খুলনা নগরে প্রবেশের অন্যতম পথও সেটি। শিক্ষার্থীদের অবরোধের কারণে চারটি সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চারপাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা, পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত), সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা–সুবিধা একাধিকবার ব্যবহার না করা ও কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যত দিন সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল না হবে, তত দিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন। সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বহাল থাকলে প্রকৃত মেধাবীরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হবেন। এ জন্য তাঁরা আন্দোলন করছেন।

জিরো পয়েন্ট এলাকাটি খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানা এলাকার মধ্যে পড়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন। আজ ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ কিছুটা কম।