বাবার সামনে অটো ভ্যানের ধাক্কায় ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
রাজশাহীর বাগমারা উপজেলায় রাস্তা পারাপারের সময় অটো ভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বাইগাছা-মাথাভাঙ্গা সড়কের সাঁইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম আমিনুল হক (৫)। সে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে শিশু আমিনুল হক বাবা এমদাদুল হকের সঙ্গে বাইগাছা-মাথাভাঙ্গা সড়কের সাঁইপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাস্তার অপর পাশে থাকা এক স্বজনকে দেখতে পেয়ে তাঁর কাছে যাওয়ার জন্য দৌড় দেয় শিশুটি। এ সময় দ্বীপনগর অভিমুখী একটি অটো ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে যায় শিশু আমিনুল। এতে সে মাথাসহ শরীরে আঘাত পায়। পরে লোকজন উদ্ধার করে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার উন্নতি না হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় শিশুটিকে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে সে মারা যায়।
ওই গ্রামের বাসিন্দা ও বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, শিশুটি বাবার কাছ থেকে রাস্তার অপর প্রান্তে থাকা নানির কাছে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। মাথা ও শরীরে আঘাত পেয়েছে শিশুটি। ওই শিশুর বাবার বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এটাকে দুর্ঘটনা হিসেবে দেখছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে নগরের রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।