‘বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ নিয়ে কাজ একটি অনন্য দৃষ্টান্ত’

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স। আজ সকালে উপজেলার বানিয়াজুরী এলাকায়ছবি: সংগৃহীত

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ নিয়ে কাজকে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স। তিনি বলেন, এ ধরনের কাজ করতে আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। আজ সোমবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ডিসঅ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের (ডিআরআরএ) আঞ্চলিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।

ডিআরআরএ ও নিকেতন ফাউন্ডেশন নেদারল্যান্ডসের অংশীদারত্বের ২৫ বছর উদ্‌যাপন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা, নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন, ডিআরআরএর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফারিদা ইয়াসমিন প্রমুখ।

নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন বলেন, ‘বাংলাদেশ ঋতুবৈচিত্র্যের দেশ। আমরা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছি। সেবার মান ও পরিসর বাড়াতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। পুনর্বাসন, শারীরিকভাবে প্রতিবন্ধীদের সেবা ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। টেকসই সমাধান তৈরি করার চেষ্টা করছি।’

সংগঠন সূত্রে জানা গেছে, নিকেতন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ২৫ বছর ধরে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে পুনর্বাসন ও সেবা দিয়ে আসছে ডিআরআরএ প্রতিষ্ঠানটি।

আলোচনা শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে অতিথিরা কেন্দ্রের ফিজিওথেরাপি, সেন্সরি থেরাপি, বিশেষ শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।