চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্ববিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নাচোল আমলি আদালতের বিচারক ঈশিতা শবনম এ বিষয়ে আদেশ দেন।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের অনুষ্ঠান দেখে ফেরার পথে এক কিশোরসহ দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত দুজন হলেন ফতেপুর ইউনিয়নের আবদুর রহিমের ছেলে রায়হান (১৫) ও এজাবুল হকের ছেলে মাসুদ রানা (২২)। মাসুদ রানা নাচোল উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে নাচোল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করা হয়েছে। রাতে এজাহারভুক্ত আসামি আজিজুল হক ও মো. তামিমকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) নাচোল থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান আলমগীর প্রথম আলোকে জানান, এজাহারনামীয় আসামি আজিজুল ও তামিমকে আজ আদালতে উপস্থাপন করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এজাহারের বরাত দিয়ে এসআই দেওয়ান আলমগীর জানান, ১২ থেকে ১৫ দিন আগে নাচোলের খোলসী গ্রামে পেয়ারাবাগানে শ্রমিকের কাজ করেন সালাম ও শাহীন নামের দুই ব্যক্তি। সেখানে কাজ করার সময় শাহীন গোপনে সালামের প্রস্রাব করার ভিডিও ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। মঙ্গলবার রাতে মল্লিকপুর গ্রামে গরুর হাটসংলগ্ন এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান দেখতে আসেন সালাম ও তাঁর সঙ্গীরা। সেখান থেকে ফেরার পথে রাত ১১টার দিকে মল্লিকপুর বাজারে শাহীন ও তাঁর সহযোগী ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এতে গুরুতর আহত হন মো. মাসুদ, রায়হান, মো. সুমন (১৮), রজব আলী (১৪), মো. আরমান (১৬) ও মো. ইমন (১৫)।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে মাসুদ ও রায়হান মারা যান। গুরুতর আহত সুমনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।