শ্রীমঙ্গলে ধানখেত থেকে শকুন উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ধানখেত থেকে একটি শকুন উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার সিন্দুরখান এলাকার জাম্বুরাছড়া এলাকা থেকে শকুনটি উদ্ধার করেন বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। আজ রোববার সকালে শকুনটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রথম আলোকে বলেন, শ্রীমঙ্গলে বেশ ঠান্ডা পড়েছে। গতকাল শনিবার রাতে তাঁরা খবর পান, একটি গিন্নি জাতের শকুন ঠান্ডার কারণে অসুস্থ হয়ে ধানখেতে পড়ে আছে। রাতেই তিনি অটোরিকশা ভাড়া করে সেখানে গিয়ে শকুনটি উদ্ধার করে আনেন। শকুনটির পুরো শরীর ঠান্ডায় জমে গিয়েছিল। সেবা ফাউন্ডেশনে এনে একটি খাঁচায় রেখে পাশে আগুন জ্বালিয়ে দেন এবং খাবার খাওয়ান। পরে ধীরে ধীরে প্রাণীটি সুস্থ হয়ে ওঠে। আজ সকালে বন বিভাগের কাছে শকুনটি হস্তান্তর করা হয়েছে।
সজল দেব আরও বলেন, ‘একসময় এই ধরনের শকুন আমাদের অঞ্চলে অনেক দেখা যেত, কিন্তু দিন দিন প্রাণীটির সংখ্যা কমে গেছে। এখন দেখাই যায় না। প্রাণীটি বিলুপ্তির পথে চলে গেছে।’
মৌলভীবাজারের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান প্রথম আলোকে বলেন, শকুনটিকে তাঁরা পর্যবেক্ষণের জন্য লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রেখেছেন। প্রাণীটি পুরোপুরি সুস্থ মনে হলে বনে অবমুক্ত করা হবে।