ঢাকায় নিহত প্রকৌশলী রানার দাফন চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক দফা দাবির কর্মসূচি চলাকালে রাজধানী ঢাকায় নিহত ডিপ্লোমা প্রকৌশলী মাসুদ রানা মুকুলের (২৬) মরদেহ দাফন করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গায় এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হন রানা। তিনি ওই কয়রাডাঙ্গা গ্রামের রায়হান আলী বিশ্বাস ও জাহানারা খাতুন দম্পতির ছেলে। উত্তরায় একটি লিফট নির্মাতা প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী  হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে বাড্ডা এলাকায় বসবাস করতেন।

রানার স্ত্রী শাফা খাতুনের বরাত দিয়ে তাঁর (রানা) চাচা ও খাদিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যায় বাসায় ফেরার উদ্দেশে উত্তরায় তাঁর কর্মক্ষেত্র থেকে বের হন রানা। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে তাঁর মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হন। আজ সোমবার সকাল ১০টায় অ্যাম্বুলেন্সে করে তাঁর মৃতদেহ গ্রামের বাড়িতে আনা হয়।