পাথরের নিচে বস্তায় ও ড্রামে ছিল ভারতীয় পণ্য, ছয় কিলোমিটার ধাওয়া

বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকা থেকে পণ্যবাহী ট্রাক থেকে কয়েক কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি–পিস জব্দ করেছে বিজিবিছবি: সংগৃহীত

পণ্যবাহী ট্রাক। ভেতরে পাথর ও ড্রাম। পাথরের নিচে অভিনব কায়দায় বস্তায় ভরা ভারতীয় শাড়ি ও থ্রি পিস। ট্রাক থামাতে সংকেত দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কিন্তু চালক ও সহযোগী ট্রাক থামাননি। প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে ট্রাকটি থামিয়ে ভারতীয় পণ্য জব্দ করা হয়।

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এ ঘটনা ঘটে। উপজেলার চান্দুরা এলাকা থেকে পণ্যবাহী ট্রাকটি জব্দ করে প্রায় চার কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করেছে বিজিবি।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে বিজিবির একটি টহল দল বিজয়নগর উপজেলায় দায়িত্ব পালন করছিল। পণ্যবাহী একটি ট্রাককে থামাতে সংকেত দেন বিজিবির সদস্যরা। কিন্তু চালক থামাননি। সন্দেহ হলে বিজিবির সদস্যরা প্রায় ছয় কিলোমিটার ধাওয়া করে উপজেলার চান্দুরা এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের ওপরে পাথর দিয়ে ড্রাম ও বস্তায় ভরে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি পিস পাওয়া যায়। পাচারের জন্য অভিনব কায়দায় শাড়ি ও থ্রি পিস বস্তা ও ড্রামে ভরা হয়েছিল।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের (সরাইল ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সাংবাদিকদের বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর এলাকায় পণ্যবাহী একটি ট্রাক বিজিবির নির্দেশনা অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবির টহল দল ট্রাকটির পিছু নেয়। প্রায় ছয় কিলোমিটার ধাওয়া করে আটক করে। তবে ট্রাকচালক ও সহযোগী পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।