গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শের খান (৪৫)। তিনি প্রাইভেট কারের আরোহী ছিলেন। তিনি ঢাকার রূপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে। আহত দুজন হলেন প্রাইভেট কারের চালক সোহেল (৪৫) ও নড়াইল এক্সপ্রেসের যাত্রী নড়াইলের লোহাগাড়া উপজেলার মোস্তফার ছেলে হাফিজুর (৪০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় ও বাসটি মহাসড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই শের খান নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস তাঁদের উদ্ধার করে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, বাসটিকে আটক করা হলেও বাসচালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।