ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর: পাবনায় বিএনপির চার নেতাকে নোটিশ

পাবনার সুজানগর ইউএনওর কক্ষে গত সোমবার জামায়াতে ইসলামীর চার নেতার ওপর হামলা হয়ছবি: ভিডিও থেকে নেওয়া

পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে জামায়াতের নেতাদের মারধরের ঘটনায় বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ওই নোটিশ পেয়েছেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাবু খা, বিএনপির নেতা মোহাম্মদ মানিক খা ও সুজানগর এন এ কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল খান।

নোটিশে চার নেতার নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘পাবনা জেলাধীন সুজানগর উপজেলা ইউএনওর কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের সাথে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে চারজনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।’
এ বিষয়ে সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক এ বি এম তৌফিক হাসান বলেন, সরকারি অফিসে এ ধরনের ঘটনা দুঃখজনক। নোটিশ প্রাপ্তির পর দলের ওই চার নেতাকে দ্রুত জবাব দিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে ইউএনও মীর রাশেদুজ্জামান বলেন, ঘটনাটি খুবই কষ্টদায়ক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। নির্দেশনা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

গত সোমবার বিকেল উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুকী আজমসহ দলের চার নেতা ইউএনও মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে যান। ইউএনও ব্যস্ত থাকায় তাঁরা অপেক্ষা করছিলেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপির নেতা–কর্মী ওই কার্যালয়ে প্রবেশ করেন। তাঁরা কার্যালয়ে জামায়াত নেতাদের বসে থাকতে দেখে উত্তেজিত হয়ে ওঠেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর বিএনপির নেতা মজিবর রহমান কক্ষ থেকে বেরিয়ে দলের অন্য নেতা-কর্মীদের ডাকেন। এরপর আবার কক্ষে ঢুকে ইউএনওর সামনেই জামায়াতের নেতাদের মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে ইউএনও কার্যালয়ের কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হামলার ঘটনায় আজ বুধবার দুপুর পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ইউএনও মীর রাশেদুজ্জামান বলেন, ঘটনাটি খুবই কষ্টদায়ক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। নির্দেশনা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।