জয়পুরহাটে খেলার ফাঁকে পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর সাঞ্জাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া দুই শিশু হলো ফারহান (৩) ও শাফায়েত (৩)। ফারহান রসুলপুর সাঞ্জাপাড়া গ্রামের সোহাগ হোসেনের ছেলে ও শাফায়েত একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ফারহান ও শাফায়েত বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তাদের খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশের পুকুরে দুজনকে ভাসতে দেখে দ্রুত তাদের উদ্ধার করা হয়। ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।