প্রেস কাউন্সিল একেবারে অকার্যকর, অন্য প্রতিষ্ঠান প্রয়োজন: কামাল আহমেদ

রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গণমাধ্যম কমিশনের প্রধান কামাল আহমেদছবি; সংগৃহীত

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, প্রেস কাউন্সিল একেবারে অকার্যকর, এ প্রেস কাউন্সিলের আর কোনো প্রয়োজন নেই। প্রেস কাউন্সিলের বিপরীতে অন্য কোনো প্রতিষ্ঠান দাঁড় করানো প্রয়োজন। প্রেস কাউন্সিল গ্রহণযোগ্যতা হারিয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে তিন পার্বত্য জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন কামাল আহমেদ। তিনি বলেন, এটি (প্রেস কাউন্সিল) একটি সরকারের দপ্তরে পরিণত হয়েছে। অথচ ভূমিকা হওয়ার কথা ছিল একটি স্বাধীন তদারকি প্রতিষ্ঠানের। সংবাদপত্র তার দায়িত্ব পালনে কোথায় ব্যর্থ হয়েছে, কোথায় বেআইনিভাবে হয়রানির শিকার হচ্ছে, এসব দেখে প্রতিরোধ করা। কিন্তু তারা সরকারের আরেকটা পুলিশের মতো ভূমিকা পালন করেছে। তারা একটি পত্রিকা বন্ধ করে দিয়েছে।

প্রেস কাউন্সিল প্রসঙ্গে কামাল আহমেদ আরও বলেন, এ প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে গেছে। এর বিপরীতে নতুন কোনো প্রতিষ্ঠান করার দরকার। যে প্রতিষ্ঠান সংবাদপত্রের লোকজনের প্রতিনিধিত্ব করবে। নাগরিক সমাজ, পাঠক ও মানুষের ভয়েস থাকতে হবে।

দেশের অন্যান্য জেলার চেয়ে পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতার ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন উল্লেখ করে কামাল আহমেদ বলেন, পার্বত্য অঞ্চলে গণমাধ্যমকর্মীদের বাড়তি ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। যেমন গোষ্ঠীগত, গোত্রগতসহ নিরাপত্তা বাহিনীর চাপ।

গত দেড় দশকে সংবাদপত্র, টেলিভিশন, রেডিওসহ সব ক্ষেত্রে একধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে সভায় মন্তব্য করেন কামাল আহমেদ। এতে প্রকৃত সাংবাদিকদের কাজের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকেরা অংশ নেন। গণমাধ্যম কমিশনের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম কামরুন্নেসা, মো. আবদুল্লাহ আল মামুন ও মো. মোস্তফা সবুজ।