বাসে ঢাকায় যাওয়ার পথে নারী খুন, ছুরিসহ মেয়ে আটক
বগুড়ার শেরপুর থেকে বাসে ঢাকায় যাওয়ার পথে এক নারী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় এ ঘটনা ঘটে। মেয়ের ছুরিকাঘাতে ওই নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত ঝুমা কর্মকার (৪৫) শেরপুর পৌরসভার শিশুপার্ক এলাকার শিবদাস কর্মকারের স্ত্রী। এ ঘটনায় রায়গঞ্জ থানার পুলিশ এই দম্পতির মেয়ে পূজা কর্মকারকে (২৬) আটক করেছে। পুলিশ জানিয়েছে, প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে পূজা কর্মকার এ ঘটনা ঘটিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে আজ বেলা ১১টার দিকে শেরপুর থেকে বাসে ঝুমা কর্মকার ও তাঁর মেয়ে পূজা কর্মকার ঢাকার উদ্দেশে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় পৌঁছান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রায়গঞ্জ থানার পুলিশ জানায়, চান্দাইকোনা এলাকায় পৌঁছানোর পর পূজা কর্মকার বাসের সুপারভাইজরকে জানান বাস থেকে তাঁর একটি বই পড়ে গেছে। এ সময় বাস থামানো হয় এবং সুপারভাইজর বই খুঁজতে যান। তখন পূজা কর্মকারও বাস থেকে বেরিয়ে আসেন, সঙ্গে সঙ্গে তাঁর মা ঝুমা কর্মকারও যান। পূজার হাতে ফল কাটার ছুরি ছিল। ওই ছুরি দিয়ে তিনি তাঁর মায়ের গলায় আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় ঝুমা কর্মকারকে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহত নারীর স্বজনেরা এসেছেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় নিহত নারীর মেয়েকে ছুরিসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মাকে ছুরিকাঘাত করেছেন।