কয়রায় আচরণবিধি ভেঙে মতবিনিময় সভায় ভোট চাইলেন বিএনএমের প্রার্থী

খুলনার কয়রার মুমিন মার্কেট সংলগ্ন মাঠে মতবিনিময় সভায় বক্তব্য দেন খুলনা-৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনমনোনীত প্রার্থী নেওয়াজ মোর্শেদ
ছবি: প্রথম আলো

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই মতবিনিময় সভা করে ভোট চাইলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী নেওয়াজ মোর্শেদ। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা সদরের মুমিন মার্কেট–সংলগ্ন মাঠে মতবিনিময় সভা করে তিনি ভোট প্রার্থনা করেন।

এর আগে দেড় শতাধিক মোটরসাইকেলে মহড়া দিয়ে মুমিন মার্কেট–সংলগ্ন মাঠে আসেন নেওয়াজ মোর্শেদ। এ সময় তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন নেতা-কর্মীরা। সভায় কয়রা উপজেলা বিএনএমের সভাপতি সিরাজুদ্দৌলা লিংকন সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় বিএনএমের প্রার্থী নেওয়াজ মোর্শেদ উপকূলীয় কয়রা উপজেলায় মজবুত বেড়িবাঁধ ও এলাকার আর্থসামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ২৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। তিনি কথা দিয়ে যাচ্ছেন, এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বিজয়ী হলে প্রথমে কয়রা উপজেলা থেকেই উন্নয়ন শুরু হবে। আর কয়রা থেকেই আমার বিজয়ের আওয়াজ উঠবে।’

জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮–এর ১২ ধারা অনুযায়ী, কোনো রাজনৈতিক দল কিংবা দল মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এ ছাড়া ৮ (ক) ধারায় বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল কিংবা দল মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ট্রাক, বাস, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা শোডাউন দিতে পারবেন না।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সন্ধ্যায় নেওয়াজ মোর্শেদের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি সাড়া না দেওয়ায় এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন দেখভালের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।