সখীপুরে বৈষম্যবিরোধীদের মিছিলে হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা দুই শিক্ষক গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে করা মামলায় কলেজের এক অধ্যক্ষ ও উচ্চবিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার দুজন শিক্ষকতার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি করতেন।
আজ বুধবার সন্ধ্যা সাতটায় সখীপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাবের একটি দল। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
গত ২৬ আগস্ট রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোরশেদুল হক বাদী হয়ে সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহানসহ ১৬৭ জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলাটি করেন। গ্রেপ্তার দুজন ওই মামলার এজাহারনামীয় আসামি। তাঁরা হলেন সখীপুর পিএম পাইলট গভ. স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে বি খলিলুর রহমান তালুকদার (৫৪) ও গোহাইলবাড়ী আব্দুল গনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম (৫৫)। খলিলুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও শহীদুল সখীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
টাঙ্গাইল র্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার আবদুল বাসেত প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে করা মামলার ৭৫ ও ৮০ নম্বর আসামি। তাঁদের সখীপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মাসুদ রানা প্রথম আলোকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।