নেত্রকোনায় উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এনে জেলা ছাত্রদলের সহসভাপতি শামসুল হুদা স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ মোশারফ ওরফে মাসুম বিল্লাহ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল রহমান ওরফে আরিফ মোড়ল।
দলীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ওই দুই নেতা বিভিন্ন সময় দলীয় প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে সুবিধা আদায় করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁরা সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুর ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ আছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শনিবার তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের ওই দুই নেতার সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ মোশারফ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল রহমানের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দলের সিদ্ধান্ত মোতাবেক তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পারভেজ মোশারফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। আর আরিফুল রহমান ফোন ধরেননি।