ঝালকাঠিতে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শেখেরহাট বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাঈদুর রহমান (৫২)। সাঈদুর শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। সাঈদুর রহমান ২০১৮ সালের একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। বর্তমানে তিনি জামিনে ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শংকরী ওঝা জানান, আজ সকাল ৯টার দিকে শিরযুগ গ্রামের এক ব্যক্তির জানাজায় উপস্থিত ছিলেন সাঈদুর। সেখানে তিনি নিজের জীবনের সব ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চান। পরে বাজারে নাশতা করতে আসেন। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা সাঈদুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
স্থানীয় লোকজন জানান, আজ সকাল ১০টার দিকে শেখেরহাট বাজারে এলে সাঈদুর রহমানের দুই হাত ও দুই পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জানায়, হামলাকারী দুই ব্যক্তি মোটরসাইকেলে বাজারে আসে। তারা সাঈদুরকে হত্যা করে আবার পালিয়ে যায়। দুপুর সাড়ে ১২টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম বলেন, সিসিটিভির ফুটেজে এ হত্যার ঘটনায় জড়িত দুজনকে দেখা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।