পার্বতীপুরে রেললাইন থেকে হাত বাঁধা ও মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুরে রেললাইন থেকে হাত বাঁধা ও মাথা বিচ্ছিন্ন একটি লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার হলদিবাড়ী রেলগেটের অদূরে দক্ষিণে ৩৭৬/৮ নম্বর রেলখুঁটির কাছে ট্রেনে কাটা লাশটি উদ্ধার করা হয়। হাত বাঁধা থাকায় খুনের পর লাশ রেললাইনে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।
তবে এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। বিকেলে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম ভরত চন্দ্র রায় (৫০)। তিনি পার্বতীপুরের চন্ডিপুর ইউনিয়নের কালিকাপুর কুমারপাড়া গ্রামের সন্তোষ চন্দ্র রায়ের ছেলে।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সৈয়দপুর রেল জেলার অতিরিক্ত উপমহাপরিদর্শক ফারহাদ আহমেদ, দিনাজপুর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, পার্বতীপুর রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ও পার্বতীপুর মডেল থানার ওসি আবদুস ছালাম।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, ভরত চন্দ্র রায় গতকাল সোমবার সকাল ৯টার দিকে পার্বতীপুরে যান। সন্ধ্যার পর থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোন বন্ধ ছিল। স্থানীয় লোকজন আজ সকাল ৮টার দিকে হলদিবাড়ী রেলগেটের দক্ষিণে মাথা কাটা ও হাতে রশি বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সকাল ৯টায় পার্বতীপুর রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্বিখণ্ডিত ওই মরদেহ উদ্ধার করে। এরপর তাঁর পরিচয় শনাক্ত হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে রেললাইনের ওপর ফেলে যাওয়ার পর মাথা বিচ্ছিন্ন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।
সৈয়দপুর রেল জেলার অতিরিক্ত উপমহাপরিদর্শক ফারহাদ আহমেদ বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।